ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদখানা ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
চাঁদখানা ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. মোস্তাফিজার রহমান বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৪ হাজার ৫০৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন আলম দুটি পাতা প্রতীকে ৩ হাজার ৮৬৫ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দিনব্যাপী ভোট শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা রফিকুল ইসলাম। ওই ইউনিয়ন পরিষদে জাতীয় পাটি থেকে নির্বাচিত চেয়ারম্যান হাফিজার রহমানের গত ৬ ফেব্রয়ারি মৃত্যু হলে পদটি শূন্য হয়। গত ৯ এপ্রিল নির্বাচন কমিশন শূণ্য ওই পদে উপ-নির্বাচন ঘোষণা করে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন ছয় প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পাটির মো. শফিকুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৯৭, স্বতন্ত্র প্রার্থী মো. খায়রুল আলম আনারস প্রতীকে ২ হাজার ৮৫২, স্বতন্ত্র পদে মো. আব্দুল বারেক ঘোড়া প্রতীকে ৪৯৩, মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন। ইউনিয়নটিতে ভোটর সংখ্যা ২১ হাজার ২০৭টি। এর মধ্যে ভোট পড়েছে ১৫ হাজার ১৩টি যেটি হচ্ছে মোট ভোটের ৭০ দশমিক ৮ ভাগ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।