ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মেহেরপুরে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ গ্রেপ্তার ৫

মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানে কলেজ শিক্ষকসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে তিনজন, মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতের বিভিন্ন সময় পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- আদালতের পরোয়ানাভুক্ত সিআর ১৯৫/২২ নং মামলার আসামি গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিদাহ হাসান, সিআরমামলা নং ৩১/২৩ এর আসামি ছাতিয়ান গ্রামের কামাল হোসেনের স্ত্রী রেকছনা খাতুন ও সিআর৫৬৫/২২ নং মামলার আসামি কাজিপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে ইউসুপ মণ্ডল। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার একজন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় অভিযুক্ত একজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।