ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে লরির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
গাজীপুরে লরির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় তেলের লরির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৬ মে) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

 

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার ঝালকাটা এলাকার উজির আলী ফকিরের ছেলে জলিল হোসেন (৫৪) এবং তার ছেলে শহীদ (১৪)।  

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুণ্ড জানান, ছেলে শহীদ ছিল প্রতিবন্ধী। হুইল চেয়ারে বসে সে বিভিন্ন এলাকায় ভিক্ষা করতো। তার বাবা জলিল হোসেন ওই হুইল চেয়ার ঠেলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতো। বিকেলে মীরের বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে হুইল চেয়ারে করে ছেলে শহীদকে নিয়ে যাচ্ছিল জলিল হোসেন। এ সময় তেলের একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জলিল হোসেন ও তার প্রতিবন্ধী ছেলে শহীদ মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।