ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার পৌরসভা নির্বাচন: বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে আ.লীগ থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
কক্সবাজার পৌরসভা নির্বাচন: বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে আ.লীগ থেকে বহিষ্কার

কক্সবাজার: কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র না পেয়ে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং বর্তমান মেয়র মুজিবুর রহমান দলীয় এ সিদ্ধান্তের কথা জানান।

তারা জানান, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপত্র প্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন। কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এর আগে রাশেদকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্যে সতর্ক করা হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। এ কারণে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সব ধরনের পদ-পদবী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।