ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার দাবি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২৮, ২০২৩
‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার দাবি’

খাগড়াছড়ি: দীর্ঘ সময়েও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক উল্লেখ করে চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হওয়ার জোর দাবি জানান বক্তারা।  

রোববার (২৮ মে) সকালে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ১৩তম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়।

খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা।  

পরে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- জেএসএস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, সুদর্শন চাকমা ও আনন্দ মোহন চাকমা।

এ সময় ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু, জেএসএসের কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক কাকলী খীসা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা জিমিট,পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা,কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রভা চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই জাতীয় সম্মেলনে ৪৫০ পর্যবেক্ষক ও প্রতিনিধি অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।