ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালকের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বেলাল হোসেন (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল আলম ভূঁইয়া এ আদেশ দেন।

 

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট বাজারের অটোস্ট্যান্ড ইভটিজিংয়ের ঘটনা ঘটে।  

দণ্ডপ্রাপ্ত মো. বেলাল হোসেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের অটোস্ট্যান্ড দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন। দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অটোচালক অপরাধ স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।