ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরকলে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন ভিডিপি সদস্য 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
বরকলে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন ভিডিপি সদস্য  সংগৃহীত ছবি

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. আব্দুল মালেক মিয়া (৫৬) নামে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক সদস্যের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ মে) সকালে উপজেলার বরকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুরকুটিছড়ি পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের নদীতে ওজু করতে যান আব্দুল মালেক। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর ঘাটে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। মরদেহ দেখে বোঝা যাচ্ছে, হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
 
স্থানীয়রা বলছেন, এ এলাকার মানুষ সব সময় হাতি নিয়ে আতঙ্কে থাকেন। এর আগেও অনেকে হাতির আক্রমণের শিকার হয়ে হতাহত হয়েছেন। ঘরবাড়ি ও জমির ফসল প্রায়ই নষ্ট করে বন্য হাতির পাল।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।