ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার

ভোলা: ভোলার মনপুরায় হরিণের মাংসসহ মো. কালু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার ( ২৯ মে) দিনগত রাতে চরযতিন এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মো. কালু উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ সোমবার রাত দেড়টার দিকে চরযতিন ৪ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে হরিণের মাংসসহ মো. কালুকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ মঙ্গলবার (৩০ মে) বিকেলে জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সঙ্গে আরও ৬ জন জড়িত রয়েছে। গ্রেপ্তার কালুকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক কালুকে ভোলার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।