ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে ৫ যানবাহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে ৫ যানবাহনকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে পাঁচটি যানবাহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩০ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর ৮(১) বিধি লংঘনের দায়ে এসব জরিমানা আদায় করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত।

এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ জেলা পুলিশ সদস্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শব্দ দূষণের দায়ে এসব যানবাহনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। এছাড়াও শব্দ দূষণরোধ কল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।  

পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।