ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের -ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬ টার দিকে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, বিমানবন্দরগামী কোনো একটি ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় খিলক্ষেত রেলক্রসিংয়ের উত্তর পাশে রেললাইনের ওপর পড়ে ছিল ওই যু্বক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২২ বছর। পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও ছাপার হাফ হাতা শার্ট। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।