ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা মেডিকেলে ঝটিকা অভিযানে ৪ দালাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ২, ২০২৩
ঢাকা মেডিকেলে ঝটিকা অভিযানে ৪ দালাল আটক

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে চারজন দালালকে হাতেনাতে ধরলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (১ জুন) রাতে তথ্যর ভিত্তিতে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে অভিযান চালিয়ে দালালদের আটক করেন।

 

আটক দালালরা হলেন, জুনু বেগম (৫০) মো. ইুউসুফ (২০) মো. রাসেল (২০) ও মিলন (৩৪)

এ ব্যাপারে হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ঢাকা মেডিকেল হাসপাতাল আসন সংখ্যা থেকেও চারগুণ বেশি রোগি এখানে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হয়। ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে এখানে রোগীরা চিকিৎসা নিয়ে থাকে। সকল রোগীদের পাশাপাশি মধ্যবিত্ত নিম্নবিত্তদের আস্তার প্রতীক এই হাসপাতাল।

তিনি আরও বলেন, সব সময় রোগীতে পরিপূর্ণ থাকে ওয়ার্ডসহ হাসপাতালের আনাচে-কানাচে। কোনো রোগীকে এ হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফেরত দেওয়ার নজির নেই।
 
তারপরও এই হাসপাতালের ভেতরে কিছু দুষ্ট লোক প্রবেশ করে। তাদের চিন্তাভাবনা থাকে রোগীদের নানাভাবে হয়রানি করা। এরকম কিছু অভিযোগ আমরা পেয়ে থাকি। আজ এরকম অভিযোগের কারণে হাসপাতালে গাইনি ওয়ার্ডের ভেতরে অভিযান চালানো হয়। সেখানে নারীসহ চার দালালকে দেখতে পেয়ে আটক করা হয়। এছাড়া তারা যে রোগীদের হয়রানি করে তারা যে দালাল, এরকম প্রমাণ আমরা পেয়েছি। সামনে এরকম অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল পুলিশকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এজেডএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।