ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুন ৫, ২০২৩
শ্রীপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূ শেফালী খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে।  

রোববার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

নিহত শেফালী খাতুন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার নজরুল ইসলামের স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করে বরমী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম জানান, শনিবার (৩ জুন) দুপুরে রান্নাঘরে রান্না করছিলেন শেফালী খাতুন। এক পর্যায়ে হঠাৎ করে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এসময় তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে তার শরীরের আগুন নেভায়। তাকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রোববার (৪ জুন) সন্ধ্যায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।