ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবেশ দিবসে সাদুল্লাপুরে এক হাজার চারা রোপণের উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ৫, ২০২৩
পরিবেশ দিবসে সাদুল্লাপুরে এক হাজার চারা রোপণের উদ্যোগ

গাইবান্ধা: বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিক্ষার আলো'।

সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসব চারা বিতরণ করা হয়।

 

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই চারাগুলো গ্রহণ করে।  

এর আগে শিক্ষার আলো সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ননী গোপাল চন্দ্র বর্মন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মণ্ডল), অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সাত্তার মিয়া, তাজুল ইসলাম, সহকারী শিক্ষক সৈয়দ শহিদুল আলম ফিলু, ইউপি সদস্য আমিনুর রহমান, শিক্ষার আলো সংগঠনের কর্মী সুহাদ খন্দকার, মাহাফুজ মিয়া, আশাদুজ্জামান প্রমুখ।   

গুডসেক এনজিও’র সাবেক পরিচালক মরহুম এমএ কাইয়ুম মণ্ডল স্মরণে প্রতিষ্ঠিত সংগঠন ‘শিক্ষার আলো’র আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ইদানিং নির্বিচারে গাছ উজার করে ফেলায় কমে যাচ্ছে বনভূমি। ফলে কমছে বৃষ্টিপাত, বাড়ছে উষ্ণতা। এমন পরিস্থিতে পরিবেশ ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়। বিতরণকৃত চারাগুলো রোপণ করে যত্ন নেওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ০৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।