ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনওর উদ্যোগে পড়াশোনায় ফিরল ঝরে পড়া দুই শিক্ষার্থী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
ইউএনওর উদ্যোগে পড়াশোনায় ফিরল ঝরে পড়া দুই শিক্ষার্থী

মৌলভীবাজার: অভাবের কারণে পড়ালেখা বন্ধ হওয়া দুই শিক্ষার্থীর শিক্ষাজীবন আবার শুরু করতে পাশে দাঁড়ালো শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের উদ্যোগে নতুন জীবন শুরু হলো ওই দুই শিক্ষার্থীর।

সোমবার (৫ জুন) ইউএনও বলেন, সম্প্রতি আমি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জুলেখা খাসিয়া পুঞ্জি এলাকা পরিদর্শন করি। সেখানে জানতে পারি, অর্থের অভাবে দুটি খাসিয়া পরিবারের দুই শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এদের একজন বৈশাখী সুচেন।  ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। কিন্তু তার আগ্রহ আছে পড়াশোনা করার। সে কারণে আমি তাকে খরচের নিশ্চয়তা দিয়ে এসেছিলাম।

তিনি আরও বলেন, একই গল্প খুশি খংলিয়ামের ক্ষেত্রেও। সে কলেজে ভর্তি হয়েও অর্থাভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারছিল না। সেও পড়তে চায়, চাকরি করতে চায়। তার স্বপ্ন সরকারি চাকরি করার। তখন তাকেও আমি পড়ালেখা চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসি। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আবার শুরু হলো তাদের শিক্ষাজীবন।

আবারও পড়ালেখা শুরু করতে পেরে তারা ভীষণ খুশি। এ কথা জানাতেই রোববার (৪ জুন) তারা আমার অফিসে এসেছিল, যোগ করেন ইউএনও।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।