ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৪৮ পিএম, জুন ৬, ২০২৩
কোটালীপাড়ায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে স্কেবেটর (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে জ্যোতিষ মধু (৩৫) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৫ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত জ্যোতিষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের সনাতন মধুর ছেলে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে স্কেবেটর (ভেকু) দিয়ে মাটি কাটছিল এই চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্যোতিষ মধু নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এফআর

বাংলাদেশ সময়: ১:৪৮ পিএম, জুন ৬, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।