ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামপালে গাঁজাসহ ছাত্রলীগের সাবেক নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ৮, ২০২৩
রামপালে গাঁজাসহ ছাত্রলীগের সাবেক নেতা আটক প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটে রামপালে ২৩০ গ্রাম গাঁজাসহ আলফাজ শেখ (২৫) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুন) রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

বুধবার (৭ জুন) দিনগত রাতে ওই উপজেলার পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আটক আফজাল একই উপজেলার পেড়িখালী গ্রামের ইবরাহীমের ছেলে। তিনি পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

এ ব্যাপারে রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি জানান, আলফাজ শেখ ছাত্রলীগের কেউ না। তবে তিনি এক সময় পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। চার বছর আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটির জন্য সম্মেলন করা হয়েছে। তবে এখনও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, আটক আলফাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।