ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নাটোর: নাটোরের লালপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৬০) নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের কাছে কেন্দ্রীয় কবরস্থান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় ওই নারী রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।