ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ গেল হুসাইনের, আহত জমজ ভাই হাসান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ গেল হুসাইনের, আহত জমজ ভাই হাসান 

কিশোরগঞ্জ: পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাইভেটকারের চাপায় মো. হুসাইন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার জমজ ভাই মো. হাসান (১৩)।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন (১৩) ও আহত মো. হাসান উপজেলার আদর্শপাড়ার মো. সোহেল মিয়ার ছেলে। তারা উভয়েই কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে দুই ভাই বাইসাইকেলে করে আইসিটি পরীক্ষা দিতে স্কুলের যাচ্ছিল। তাদের পরনে ছিল স্কুল ইউনিফর্ম। স্কুলের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে হুসাইন ও হাসান গুরুতর আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। পরে হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।