ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

এক বাইকে তিনজন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ‘শিশু বক্তা’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এক বাইকে তিনজন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ‘শিশু বক্তা’র

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাওলানা আবু রায়হান আজাদী (২৩) নামে এক শিশু বক্তার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা বাকি দুজন।

সোমবার (১৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাফেজ কারি মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি রংপুর বিভাগে ইসলামিক বক্তা হিসেবে সুপরিচিত।

স্থানীয়রা জানান, রাতে শিশু বক্তা আবু রায়হানসহ তিনজন একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচপীর বাজার থেকে স্থানীয় নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা এলাকায়
বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান আজাদীর মৃত্যু হয়।  

আহত দুজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি কেএম আজমিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।