ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর: বাংলানিউজটুয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী ও ভান্ডারিয়ায় পৃথক দুইটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে জেলার কাউখালী ও একই দিন বিকেলে জেলার ভান্ডারিয়ায় এ মানববন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

পরে তারা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

ভান্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মো. মামুন হোসেন, শহিদুল ইসলাম মল্লিক, মো. তরিকুল ইসলাম শামীম, মো. শহিদুল ইসলাম, মো. সুমন মল্লিক, মো. মিজানুর রহমান, মো. জাকির কাজী প্রমুখ।

এছাড়া একই দিন সকালে কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের নেতারা অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম দাস, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক তরিকুল রহমান তারেক, আরটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ রিয়াজ আহম্মেদ নাহিদ, মাইটিভির জেলা প্রতিনিধি রাজু তালুকদার প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের  সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল করে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।