ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদে হবিগঞ্জ পৌরসভার সাড়ে ৪ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ঈদে হবিগঞ্জ পৌরসভার সাড়ে ৪ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ চাল

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৪ হাজার ৬২১টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে।

সোমবার (১৯ জুন) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সব কাউন্সিলর ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পৌর সচিব জাবেদ ইকবাল চৌধুরী জানান, ঈদ উপলক্ষে এ চাল বিতরণ করা হচ্ছে। সোমবার তিনটি ওয়ার্ডে ১ হাজার ৭৩৩টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বাকি ছয়টি ওয়ার্ডে আরও ২ হাজার ৮৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে একই পরিমাণ চাল দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছল মানুষের মুখে খাবার তুলে না দিলে নিজে খাবার গ্রহণ করেন না। সেই ধারাবাহিকতায় ঈদ ও পূজায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে চাল পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।