ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসায় অবহেলার অভিযোগে গাইবান্ধা হাসপাতালে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
চিকিৎসায় অবহেলার অভিযোগে গাইবান্ধা হাসপাতালে অভিযান

ঢাকা: গাইবান্ধার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীদের নিম্নমানের খাবার প্রদান, চিকিৎসা সেবায় অবহেলা এবং মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরে মোটা অংকের টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

সোমবার (১৯ জুন) দুদক জেলা কার্যালয়, রংপুর থেকে একটি টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে দুদক টিমের সদস্যরা ছদ্মবেশে পুরো হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। পর্যবেক্ষণকালে বাজেট বরাদ্দ অনুযায়ী রোগীদের সরবরাহকৃত খাবার সঠিক পাওয়া যায়। রোস্টার অনুযায়ী ডাক্তার ও নার্সদের ডিউটিরত অবস্থায় পাওয়া যায়। মর্গ থেকে মরদেহ হস্তান্তরে টাকার লেনদেনের অভিযোগের সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে টিমের কাছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পরিলক্ষিত হয় এবং এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।