ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে হোসেনপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে হোসেনপুরে মানববন্ধন

কিশোরগঞ্জ: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুর ১টার দিকে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের গেইটে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সেখানে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন-ইত্তেফাক সংবাদদাতা প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি একেএম মোহাম্মদ আলী, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নজরুল ইসলাম খায়রুল, মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, জনকণ্ঠ সংবাদদাতা এস এম তারেক নেওয়াজ, ভোরের কাগজ প্রতিনিধি মো. জাকির হোসেন, আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভি ও কালবেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, আমাদের সময় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, ভোরের পাতা প্রতিনিধি ওমর ফারুক খান জনিসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।