ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে বজ্রপাতে ঘের শ্রমিকের মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
কালিগঞ্জে বজ্রপাতে ঘের শ্রমিকের মৃত্যু, আহত ৩

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ শ্রীরামপুর গ্রামের আব্দুল গফুর সানার ছেলে।

আহতরা হলেন, শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)। তবে তারা বর্তমানে শংকামুক্ত।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আব্দুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে আব্দুর রউফের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।