ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ১ জুলাইয়ের ফিরতি টিকিট মিলবে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ট্রেনের ১ জুলাইয়ের ফিরতি টিকিট মিলবে বুধবার ট্রেন

ঢাকা: আগামী বুধবার (২১ জুন) পাওয়া যাবে ১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট।  

বুধবার যেসব ট্রেন চলাচল করবে সেসব ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর কমলাপুরে ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ২২ জুনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে আগামী বুধবার (২১ জুন) ১ জুলাইয়ের টিকিটও পাওয়া যাবে।  যেসব ট্রেন চলবে সেসব ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারবেন যাত্রীরা।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ১৪ জুন। প্রথম দিন ২৪ জুনের টিকিট বিক্রি হয়েছে।  এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুনে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ জুনের টিকিট।

ঈদের ফিরতি টিকিট ২২ জুন থেকে দেওয়ার কথা থাকলেও একদিন এগিয়ে তা ২১ জুন থেকে পাওয়া যাবে।  এদিন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকিট। ২২ জুন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।

গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।