ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভাটারায় ৭১২ ক্যান বিয়ারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুন ২১, ২০২৩
ভাটারায় ৭১২ ক্যান বিয়ারসহ আটক ১

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ারসহ মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১। বুধবার (২১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭১২ ক্যান বিয়ারসহ ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে আমরা জানতে পারি কয়েক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিয়ারসহ প্রাইভেটকারে ভাটারা এলাকা থেকে উত্তরা থানা এলাকার দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন মাদানী এভিনিউর ১০০ ফিটের ১৫৪১১ নম্বর প্লটের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর সামনে অভিযান চালানো হয় এ সময় মাদককারবারি মো. সাদ্দাম হোসেনকে ৭১২ ক্যান বিয়ারসহ আটক করা হয়।

তার নামে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।