ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘা আইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘা আইড় পদ্মায় ধরা পড়া ২৯ কেজির বাঘা আইড় মাছটি

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বাঘা আইড়।  

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরি ঘাট অংশে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

 

সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়ৎ থেকে প্রকাশ্য নিলামে ২৯ কেজির বাঘা আইড় মাছটি বিক্রি হয়েছে।  

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ২৯ কেজির বাঘা আইড় মাছটি প্রতি কেজি ১২শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় কিনেছি।  সামান্য কিছু লাভ হলেই বিক্রি করব।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।