ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মা নদীতে ৪৭টি গরু বোঝাই ট্রলার ডুবি, উদ্ধার ১৯ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জুন ২৪, ২০২৩
পদ্মা নদীতে ৪৭টি গরু বোঝাই ট্রলার ডুবি, উদ্ধার ১৯ 

মানিকগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ৪৭টি গরু বোঝাই ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। সকাল থেকে শুরু হওয়া অভিযানে ১৯টি গরু উদ্ধার করা হয়।

বাকি গরু গুলোকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকার পদ্মা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ চৌহালী থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জ মোগড়াপাড়া হাটে ৪৭টি গরু নিয়ে ট্রলার যোগে যাচ্ছিল ব্যবসায়ীরা। হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূর্যকান্দি এলাকায় এলে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় ট্রলারটি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, ৪৭টি গরু বোঝাই একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এর মধ্যে ১৯টি গরু উদ্ধার করা হয়েছে বাকি গরু গুলো উদ্ধারের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।