ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলাবাগান দেখেই কান্নায় ভেঙে পড়লেন কৃষক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | কলাবাগান, তছরুপ
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
কলাবাগান দেখেই কান্নায় ভেঙে পড়লেন কৃষক 

মেহেরপুর: কলাবাগান দেখেই কান্নায় ভেঙে পড়লেন মুজিবনগরের কোমরপুর গ্রামের কৃষক আজিজুল হক ভুটো। প্রায় দুই বিঘা জমির কলা বাগানের সব কলার কাঁদি কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।

বর্গা চাষি ভুটোর প্রায় ৯ শতাধিক কলা গাছের কাঁদি কেটে তছরুপ করায় তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময় কলার কাঁদি কেটে তছরুপ করার ঘটনা ঘটে।

কৃষক আজিজুল হক ভুটো জানান, নিজের কোনো জায়গা জিরাত নেই। তাই কোমরপুর গ্রামের বকুল বিশ্বাসের কাছ থেকে জমি লিজ নিয়ে কলার আবাদ করেছেন তিনি। চাষ করতে গিয়ে ইতোমধ্যে অনেক ধার দেনা হয়েছেন। আর কয়েকটা দিন পরই কলা বিক্রি শুরু হবে। ধার দেনা পরিশোধ করবেন।

ভুটো বলেন, দুই বিঘা জমিতে প্রায় ৯ শতাধিক কলার গাছ রোপণ করা হয়েছিল। প্রতিটি কলা গাছে কাঁদি এসেছে। কলা মোটা তাজা হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রাতের আধারে দুর্বৃত্তরা ৯ শতাধিক কলার কাঁদি কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে।

শনিবার সকালে কলা বাগানে গিয়ে এই দৃশ্য থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আজিজুল হক বলেন, ৯ শতাধিক কলার গাছে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।