ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে গরুর হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠে গরুর হাট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ২টি স্কুলের মাঠে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পশুর হাট বসানো হয়েছে।

স্কুলগুলো হলো- আতাদী উচ্চ বিদ্যালয়ের মাঠ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ।

নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলের মাঠে হাট বসানোতে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

আতাদী স্কুল মাঠে সোমবার (২৬ জুন) হাট বসছে। এতে মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসবে মঙ্গলবার (২৭ জুন)। এর আগে রোববারও (২৫ জুন) ওই স্কুলের মাঠে হাট বসানো হয়েছিল।  

স্থানীয়রা জানান, স্কুল মাঠে গরুর হাট বসালে স্কুলের পরিবেশ ও বাচ্চাদের খেলার মাঠ দীর্ঘদিন আবর্জনায় ভরে থাকে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক হাসনা হেনা কেয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, স্কুলের পাশে মাঠে অনুমতি দেওয়া হয়েছে। কেউ যদি স্কুলে বসায় ব্যবস্থা নেব। এর আগে সুলতানসাদী স্কুলের মাঠে হাট বসানো হলেও প্রশাসন তা বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।