ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদে ফরিদপুরে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ঈদে ফরিদপুরে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

ফরিদপুর: ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরেরদিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি ও পটকা ক্রয়-বিক্রয় এবং ফোটানো হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বরে জানান ফরিদপুরের জেলা প্রশাসক।

রোববার (২৫ জুন) রাত ১০টার দিকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

 

গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আজহার আগের দিন, ঈদ-উল-আজহার দিন এবং ঈদ-উল-আজহার পরের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশ বাজি ও পটকা ক্রয়-বিক্রয় ও ফোটানো ও সকল ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেন, গত ঈদ-উল ফিতরের দিন শৃঙ্খলা রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার ঈদ-উল আজহায় তিনদিন এ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।