ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে যানবাহন কম, যাত্রী বেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
সাভারে যানবাহন কম, যাত্রী বেশি

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে। যাত্রী চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দুটিতে।

মঙ্গলবার (২৭ জুন) ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে গিয়ে দেখা গেছে, স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ স্থানে যেমন- হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল এলাকায় যাত্রীরা পরিবহনের জন্য অপেক্ষা করছেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এখন পর্যন্ত সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে পারে। তবে আমরা সড়কে আছি। আশা করছি যাত্রীরা দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরতে পারবেন।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর( প্রশাসন) হোসেন শহীদ বলেন, আজ পর্যন্ত মহাসড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে। যাত্রী সংখ্যা বাড়ছে। মহাসড়কে কোরবানির পশুবাহী যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২৭ জুন, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।