ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এনামুল হক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় শিশুসহ আরও তিনজন নিখোঁজ আছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে আলাতুলি ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।

নিখোঁজরা হলেন, সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭) একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এনামুল হকসহ আরও ৩-৪ জন আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে চীনা ফসল নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় এলে নৌকাটি হঠাৎ করে ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করেন। এছাড়া বাকি নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন নিখোঁজ আছেন। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।