ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলার ১৪ গ্রামে ঈদ উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ভোলার ১৪ গ্রামে ঈদ উদ্‌যাপন

ভোলা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আজ (বুধবার, ২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। এসব গ্রামের সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন।

ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. মজনু মিয়া।

এছাড়া পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায় শেষে তারা গরু কোরবানি দেন। একদিন আগে ঈদ উদ্‌যাপন করতে পেরে তারা ভীষণ আনন্দিত।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।