ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

বুধবার (২৮ জুন) সকালে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. আল আমিনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।  অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।