ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবদীতে ২ বাসের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
মাধবদীতে ২ বাসের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাকিব নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে।  

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে চারজন চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- মো. সাইদ মিয়া (৩০), রানা মিয়া (২৫), আসাদ মিয়া (৩৪) ও অপু মিয়া (১৩)। আহত অন্য ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানান, গতকাল বুধবার দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে একটি বাস ছেড়ে আসে। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর ভগীরথপুর এলাকার মুক্তাদির ডাইংয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে আহত হন অন্তত ১১ জন। বাসের অন্য যাত্রীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।