ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই বন্ধুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই বন্ধুসহ নিহত ৩

টাঙ্গাইল: টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস চাপায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশারচালক বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হলেন, একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া ও আব্দুর রিপনের ছেলে ফকর।

নিহত আওয়ালের মামা রায়হান মিয়া বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে ওরা ১১ জন বন্ধু কয়েকটি অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়। পথে একটি বাস ওদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার ভাগনেসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

টাঙ্গাইল সদরের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হজরত আলী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। পথে একটি অটোরিকশা চাপা দেয়। ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।