ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে সুজন মোহন্ত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) সকালের দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের মাগুড়া দাশপাড়ার কাচদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত সুজন একই এলাকার মাধব মোহন্তের ছেলে।

পুলিশ জানায়, চালক না আসায় সকালে নিজেই তার ট্রাক্টরটি চালিয়ে জমি চাষ করতে বের হন সুজন। এ সময় কাচদহ এলাকায় নিজের ঢালু জমিতে ট্রাক্টর নিয়ে নামতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ উল্টে গিয়ে কাদা পানিতে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহেদুল ইসলাম তৌহিদ জানান, পরিবারের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।