ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডিশ কূটনীতিককে তলব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডিশ কূটনীতিককে তলব

ঢাকা: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ জুলাই) সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়।

উল্লেখ্য, ঈদের আগের দিন সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। দুজনের একজন ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তিনি  এই কাজ করার জন্য আদালতেও আবেদন জানিয়েছিলেন। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে তিনি এই কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।