ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা কাজী রেজাউল করিম ওরফে পারভেজ কাজী (৫০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে লোহাগড়া ইউনিয়নের বয়রা গ্রামের বাদশা কাজীর বাড়ির সামনে ওই হামলার ঘটনা ঘটে।

আহত পারভেজ কাজী বয়রা গ্রামের মৃত খোরশেদ কাজির ছেলে। তিনি লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি।

গুরুতর জখম পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন।  

তিনি বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ কাজী সকাল ৭টার দিকে স্থানীয় বউবাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বয়রা গ্রামে বাদশা কাজীর বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতের চাচাতো ভাই কাজী বুলু বাংলানিউজকে জানান, ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পারভেজের হাত-পায়ের রগ কেটে গেছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ ফরহাদ বিন হক বাংলানিউজকে জানান, হাত-পায়ের রগ কেটেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।