ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরে পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
সৈয়দপুরে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরে পানি

নীলফামারী: টানা বৃষ্টিতে ডুবে গেছে শহরের সব প্রধান রাস্তাঘাট। মূল সড়ক থেকে অলিগলি সর্বত্রই থৈ থৈ পানি।

জলাবদ্ধতার কারণে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষও বিপাকে পড়েছেন।  

বুধবার (৫ জুলাই) দুপুর থেকে টানা বৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুরে বেশিভাগ জায়গায় পানি জমেছে।  

সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান প্রধান শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক. শহীদ জহরুল হক সড়ক, নতুন বাবুপাড়া, মুন্সিপাড়া, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, মুন্সিপাড়া, রসুলপুর, সাহেবপাড়া এলাকায় থৈ থৈ পানি। ফলে দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার লোকজন। এর মধ্যে নতুন বাবুপাড়া ও মুন্সিপাড়ার অনেক বাড়িতে পানি উঠেছে।

অটোরিকশার চালক আসাদুল বলেন, বৃষ্টি শুরু কিছুক্ষণ পরেই শহরের বেশ কিছু সড়কে পানি জমে যায়। এর মধ্যে গাড়িতে যাত্রী নিয়ে আসার সময় ব্যাটারি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে যাত্রী নামিয়ে কিছুদূর গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে।  

সৈয়দপুর প্লাজার সামনে থেকে মুন্সিপাড়া যাচ্ছিলেন রিকশাচালক ইদ্রিস আলী। তিনি বলেন, গোটা রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। রিকশায় যাত্রী টানার সময় অন্য গাড়ি পাশ দিয়ে গেলে যাত্রীসহ আমি পুরোটাই ভিজে যাচ্ছি ঢেউয়ে।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, এ উপজেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, বৃষ্টিপাতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি। তবে বৃষ্টির দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শহরের মানুষ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।