ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত মাদরাসা শিক্ষক মুজিবুর রহমান মিয়াজি: ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মুজিবুর রহমান মিয়াজি (৭০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল রেলগেইট এলাকায় ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত‍্যু হয়।

নিহত মুজিবুর রহমান মিয়াজি বাসাইল উত্তর পাড়ার বাসিন্দা। তিনি বাসাইল মাদরাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়া মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত‍্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক মুজিবুর রহমান মিয়াজি সকালে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হয়ে ভেলানগর বাজারে আসে। বাজার শেষে বাড়ি ফেরার পথে বাসাইল রেলগেইট এলাকায়  রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত‍্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাসায় নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বলেন, বাসাইল রেলগেইটের পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় একজনের মৃত‍্যুর খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহটি নিয়ে যায়। এ ব‍্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।