ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

১০ লাখ গলদা চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, জুলাই ৭, ২০২৩
১০ লাখ গলদা চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১০ লাখ পিচ গলদা চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দিনগত রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর এলাকায় অভিযান পররচলিনা করে এসব রেনু জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। আর ট্রাকের চালক এসব রেনু আর বহন করবেন না মর্মে মুচলেকা দিলে ট্রাকসহ তাকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা এসব রেনুর দাম প্রায় ২০ লাখ টাকা।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, রেনুপোনা শিকার বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।