ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১০৯ জন রোগী পেলেন আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নওগাঁয় ১০৯ জন রোগী পেলেন আর্থিক সহায়তা

নওগাঁ: নওগাঁয় বিভিন্ন রোগে আক্রান্ত ১০৯ জনের মধ্যে ৫৪ লাখ ৫০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর আসনের সংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আকতার নাইস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমান।

পরে প্রধান অতিথি ৫৫ জন ক্যান্সার, ১১ জন কিডনি, এক জন লিভার সিরোসিস, ৩০ জন স্ট্রোকে প্যারালাইসিস, ৮ জন জন্মগত হার্টরোগ এবং ৪ জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫৪ লাখ ৫০ টাকার চেক বিতরণ করেন।

এছাড়াও চেক বিতরণ শেষে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজর ১৪৫ পিস স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন সংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।