ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবনের ছাদ থেকে পড়ে কেয়ারটেকার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
গাজীপুরে ভবনের ছাদ থেকে পড়ে কেয়ারটেকার নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কেয়ারটেকার নিহত হয়েছে।  

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আব্দুর রাজ্জাক নওগাঁর মান্দা থানার রামধর এলাকার নজর আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিণহাটি এলাকায় জিল্লুর রহমানের বাড়ির কেয়ার টেকার হিসেবে দায়িত্ব পালন করতেন আব্দুর রাজ্জাক। দুপুরে তিনি পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে ওই ভবনের ৭ তলায় উঠেন। এ সময় অসাবধানতাবশত আব্দুর রাজ্জাক ৭ তলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিলুর রহমান জানান, ছাদ থেকে পড়ে গিয়ে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ জুলাই ১১, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।