ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হারিয়ে যাওয়া নাজিমকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
হারিয়ে যাওয়া নাজিমকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

নীলফামারী: নীলফামারীতে হারিয়ে যাওয়া নাজিম শরীফ (১৬) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।  

শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী সদর থানায় ওই কিশোরকে তার সৎ মায়ের কাছে হস্তান্তর করা হয়।

 

নাজিম শরীফ খুলনা জেলার খান জাহান আলী ফুলবাড়ি গেট তেলগাতি এলাকার সৌদি আরব প্রবাসী ওয়াহিদ শরীফের ছেলে।  

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ট্রেনে উঠে নীলফামারী আসে নাজিম। পরে নীলফামারীর বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে রাতে সদর উপজেলার পলাশবাড়ি বাজারে যায়। এরপর বৃষ্টিতে ভেজায় অনেকটা অসুস্থ অবস্থায় তাকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে ফোনে বিষয়টি জানালে তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে নাজিম আংশিকভাবে তার এলাকার নাম বললে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় পরিবারের খোঁজ পাওয়া যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ছেলেটাকে স্থানীয়রা অনেকটা অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। তাকে নানাভাবে চেষ্টা করে আংশিকভাবে তার এলাকার নাম বলাতে সক্ষম হই। এরপর সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় তার পরিবারের খোঁজ পাওয়া যায়। নাজিমের নিজের মা প্রতিবন্ধী হওয়ায় তাকে নিতে তার সৎ মা থানায় এসেছিল। পরে তার সৎমায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।