ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাইড শেয়ারের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
রাইড শেয়ারের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি

ঢাকা: মাদক সিন্ডিকেটের সদস্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়। তাদের কাছ থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. আহসান হাবীব হাসান (৪৮) ও মো. তোফাজ্জল হোসেন (২৮)। আহসান কক্সবাজার ভিত্তিক মাদক সিন্ডিকেটের সদস্য আর মো. তোফাজ্জল হোসেন বাইক রাইডার ও রাজধানীতে ইয়াবার হোম ডেলিভারিম্যান।

শনিবার (১৫ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করে ডিএনসির ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে আট হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক ইয়াবা পাচারকারী মো. আহসান হাবীব হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারসেল সরবরাহকারী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আহসান হাবীব হাসান একজন পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে প্রতি মাসে ছয়-সাতটি চালানে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে একজন ট্যুরিস্টের ভূমিকায় বারবার কক্সবাজার যাওয়া-আসা করেন। সড়কপথে বাসে কিংবা ট্রেনে এবং আকাশপথে ইয়াবা পাচার করে ঢাকায় পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল। সে কক্সবাজারের বাজারঘাটা এলাকার মাদক কারবারি ঠান্ডা মিয়ার সিন্ডিকেটের সক্রিয় সদস্য। অপর আসামি তোফাজ্জল হোসেন একজন বাইক রাইডার। তিনি রাইড শেয়ারের ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবার হোম ডেলিভারি দিতেন।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদকপাচারে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়েছে, যার পরীক্ষা-নিরীক্ষা চলমান আছে। আসামিদের বিরুদ্ধে খিলগাঁও ও তুরাগ থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।