ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার মনির হোসেন হাওলাদার

ঢাকা: ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর ও আন্দোলন দমনে অর্থদাতা মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার মনির নিউমার্কেট থানার চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মনির বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানার মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

তালেবুর রহমান জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে মামলার ওই ঘটনায় মনিরের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মনিরকে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।