ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কয়েলের আগুনে পুড়ে মরলো ছাগলসহ ৪ গরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
কয়েলের আগুনে পুড়ে মরলো ছাগলসহ ৪ গরু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মশার কয়েলের আগুনে পুড়ে কৃষক মো. মোতালেব মিয়ার ৪টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

 

শনিবার (১৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মোতালেব মিয়া জানান, মশার উপদ্রব থেকে গরু ও ছাগলকে রক্ষা করার জন্য নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করি। কিন্তু শনিবার রাত ৩টার দিকে দেখি গরুর ঘরের চারপাশে আগুন। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গোয়াল ঘরে থাকা ৪টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। সব মিলে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাত সদস্যের পরিবার নিয়ে আমি এখন দুশ্চিন্তায় পরেছি।

বালিয়াকান্দি উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হেনা বলেন, মশার কামড় থেকে গরু, ছাগল রক্ষা করার ক্ষেত্রে খামারি ও কৃষকদের আরও অধিক সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে এ রকম দুর্ঘটনা আর না ঘটে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।