ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯৯৯ এ কল, প্রাণ বাঁচলো শালিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
৯৯৯ এ কল, প্রাণ বাঁচলো শালিকের

বরিশাল: লাইটপোস্টের বাল্ব কভারে আটকে গিয়েছিল শালিক পাখি। খবর পেয়ে ছুটে এলো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী টিম।

আধাঘণ্টার চেষ্টায় সুস্থভাবে প্রাণে বাঁচলো পাখিটি।

রোববার (১৬ জুলাই) দুপুরে বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের অফিসার আবাস উদ্দিন।

তিনি বলেন, দুপুরে ৯৯৯ নম্বরে স্থানীয়রা কল করে জানান সদর রোডের একটি লাইটপোস্টের বাল্ব কভারের মধ্যে একটি শালিক পাখি আটকা পড়েছে। ফলে বিদ্যুতায়িত হয়ে পাখিটি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৯৯৯ নম্বর থেকে বিষয়টি সদর স্টেশনকে জানানো হলে টিম লিডার ওয়াদুদের নেতৃত্বে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবন্ত উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

আব্বাস উদ্দিন আরও বলেন, পাখিটি সামান্য ব্যথা পেলেও বড় ধরনের পক্ষাঘাত হয়নি। এজন্য অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আধাঘণ্টার চেষ্টায় পাখিটি উদ্ধার করেন। একটি প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।